পাহাড়ে ঝুঁকিতে থাকা ৫০ পরিবার উচ্ছেদ

চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন রেলওয়ের একটি পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় অবৈধভাবে বসবাসকারী ৫০ পরিবারকে উচ্ছেদ করেছে প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2019, 01:15 PM
Updated : 3 July 2019, 01:15 PM

বর্ষায় পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে প্রশাসনের কার্যক্রমের অংশ হিসেবে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার তৌহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উচ্ছেদের পাশাপাশি সেখানকার অবৈধ বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

তিনি জানান, ওই এলাকায় পরিবেশ অধিদপ্তরের কার্যালয় সংলগ্ন রেলওয়ের মালিকানাধীন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বেশকিছু পরিবার বসবাস করে আসছিল। অভিযানে অতি ঝুঁকিপূর্ণ ১০টিসহ ৫০টি পরিবারকে উচ্ছেদ করা হয়। এসময় অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে দেওয়া হয়।

সহকারী কমিশনার তৌহিদ বলেন, উচ্ছেদ করা জমি রেলওয়েকে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে কেউ সেখানে অবৈধ স্থাপনা গড়লে তার দায় সংশ্লিষ্ট পাহাড় মালিককে নিতে হবে।

তিনি বলেন, রেলওয়ের এলাকার বিভিন্ন কোয়ার্টার থেকে পাহাড়ের অবৈধ বসতিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল।

দ্বিতীয়ধাপে জেলা প্রশাসন কর্তৃক শুরু হওয়া এ উচ্ছেদ কার্যক্রম ১৭ জুলাই পর্যন্ত চলবে বলে জানা গেছে।