পুকুর ভরাট, জিপিএইচ ইস্পাতকে ৩ লাখ টাকা অর্থদণ্ড

পুকুর ভরাট করে শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার দায়ে সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানাকে তিন লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2019, 04:12 PM
Updated : 1 July 2019, 04:22 PM

সোমবার অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে শুনানি শেষে জিপিএইচ ইস্পাতকে এ জরিমানা করা হয় বলে জানান পরিচালক মোয়াজ্জম হোসাইন।

চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোয়াজ্জম বলেন, সীতাকুণ্ডের মছজিদ্দা এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত লিমিটেডে এক দশমিক ৬৫ একর আয়তনের একটি পুকুর ভরাট করে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার প্রমাণ মিলেছে।

“এতে ওই এলাকার জীব বৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও মাটির পরিবর্তনসহ প্রাকৃতিক ক্ষতি সাধনের প্রমাণ মেলে। অধিদপ্তরের পরিদর্শনে এর সত্যতা পাওয়া যায়।”

সোমবারের শুনানিতে জিপিএইচ ইস্পাতের পক্ষে একজন আইনজীবী উপস্থিত ছিলেন। শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

মোয়াজ্জম হোসাইন বলেন, জরিমানার পাশাপাশি পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হেয়েছে।

এ প্রসঙ্গে জিপিএইচ ইস্পাতের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানের মিডিয়া অ্যাডভাইজর অভীক ওসমান কোনো মন্তব্য করতে রাজি হননি।