চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় শিবিরের ৩১ জনের নাম উল্লেখ করে মামলা

চট্টগ্রাম কলেজ মাঠে সংঘর্ষের ঘটনায় ইসলামীর ছাত্র শিবিরের ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন ছাত্রলীগের এক কর্মী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2019, 03:13 PM
Updated : 23 June 2019, 03:13 PM

এর বাইরে অজ্ঞাত পরিচয় আরও ৮০-৯০ জনকে মামলায় আসামি করা হয়েছে বলে চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন জানিয়েছেন। 

শনিবার দুপুরে চট্টগ্রাম সরকারি কলেজের প্যারেড মাঠে সাতকানিয়ার আওয়ামী লীগের সংসদ সদস্য আবু রেজা নেজামুদ্দিন নদভীর শ্বশুর জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মুমিনুল হক চৌধুরীর জানাজায় শিবির ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কর্মী সাফায়েত হোসেন রাজু বাদী হয়ে গভীর রাতে মামলাটি দায়ের করেন বলে ওসি নিজাম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০-৯০ জনের বিরুদ্ধে এ মামলাটি হয়েছে। এতে হত্যার উদ্দেশ্যে ধারাল অস্ত্র দিয়ে হামলার অভিযোগ আনা হয়েছে।”

মামলায় ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগরের আইন বিষয়ক সম্পাদক আ ন ম জেবায়েরকে এক নম্বর এবং চট্টগ্রাম কলেজ শাখার সাধারণ সম্পাদক আ স ম রায়হানকে দুই নম্বর আসামি করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি নিজাম জানিয়েছেন।