চট্টগ্রামের খুনের আসামি মোংলা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামে প্রকাশ্যে রাস্তায় ছুরি মেরে এক যুবককে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2019, 02:57 PM
Updated : 23 June 2019, 02:57 PM

বাগেরহাটের মোংলা উপজেলা সদর থেকে শনিবার রাতে আব্দুল কাইয়ূম নামে ২৫ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে চট্টগ্রামে আনা হয় বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আরেফীন জুয়েল জানান।   

গত বৃহস্পতিবার বিকালে ইপিজেড থানার মাইলের মাথা এলাকায় মো. মোবারক হোসেন নামে এক যুবককে রাস্তার ওপর ছুরি মেরে হত্যা করা হয়।

ওই ঘটনায় মোবারকের বড় ভাই আবুল কালাম বাদী হয়ে ইপিজেড থানায় কাইয়ুমকে আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ কর্মকর্তা জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকাণ্ডের পর কাইয়ুম পালিয়ে মোংলায় তার নানার বাড়িতে গিয়ে আত্মগোপন করেন। সেখান থেকেই শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পূর্ব শত্রুতার জের ধরে মোবারককে খুন করার কথা কাইয়ুম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে জানিয়ে অতিরিক্ত উপ-কমিশনার বলেন, “সে বলেছে, মাইলের মাথা এলাকায় মোবারকের সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে সে রাস্তার পাশের টং দোকান থেকে ছুরি নিয়ে মোবারককে গলায় ও পেটে আঘাত করে।”

খবর পেয়ে পুলিশ সদস্যরা সেদিন মোবারককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়।