বাঁশখালীতে দিনে দুপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুই ভাই নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে দিনে দুপুরে কথিত বন্দুকযুদ্ধে দুই ভাই নিহত হয়েছেন, যারা ‘জলদস্যু’ বলে র‌্যাবের ভাষ্য।  

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2019, 12:28 PM
Updated : 29 August 2019, 04:51 AM

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান বলছেন, শুক্রবার বেলা দেড়টার পর বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের দক্ষিণ সরল গ্রামে গোলাগুলির ওই ঘটনা ঘটে।  

নিহত জাফর আহমেদ ওরফে জাফর মেম্বার ও খলিলুর রহমান ওই গ্রামেরই বাসিন্দা। তাদের মধ্যে জাফরের নামে ডাকাতি, খুন, দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে ৩৩টি এবং খলিলের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে বলে তথ্য দিয়েছেন র‌্যাব কর্মকর্তারা।

মাশকুর রহমান বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযানে ডাকাতি ও দস্যুতা করে ‘এমন একটি জলদস্যু দলের নেতা’ এই জাফর। সহযোগীদের নিয়ে সে গ্রামে অবস্থান করছে খবর পেয়ে র‌্যাব দুপুরে সেখানে অভিযানে যায়।

“র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি করে। আমরাও তখন পাল্টা গুলি করি। প্রায় ২০ মিনিট গোলাগুলি হয়। পরে সেখানে জাফর ও খলিলের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।”

র‌্যাব কর্মকর্তা মাশকুর বলেন, ঘটনাস্থল থেকে আটটি আগ্নেয়াস্ত্র, ৫০ রাউণ্ড গুলি ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন তারা।

এ অভিযানে র‌্যাবের তিন সদস্যও আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, “তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।"