চট্টগ্রামে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে আটক ২

চট্টগ্রামে সিএনজি চালককে ‘অপহরণ’ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2019, 03:07 PM
Updated : 20 June 2019, 03:07 PM
বৃহস্পতিবার নগরীর বাকলিয়া থানার শাহ আমানত ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করার পাশাপাশি উদ্ধার করা হয় সিএনজি অটোরিকশা চালককেও।

এ ঘটনায় মো. আবির (২০) ও মো. সাগর (২০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবির পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় অস্ত্র যোগানদাতা এহতেশামুল হক ভোলার ভাতিজা বলে জানিয়েছে পুলিশ।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “গত মঙ্গলবার রাতে বাকলিয়া ৫ নম্বর ব্রিজের কাছে অটোরিকশায় কাজ করার সময় মো. শফিক (২৮) নামে এ অটোচালককে চোখ বেঁধে নিয়ে যায় কয়েকজন যুবক।”

পুলিশের ভাষ্যে, অপহরণকারীরা শফিকের কাছ থেকে তার স্ত্রীর মোবাইল নম্বর নিয়ে প্রথমে দুই লাখ টাকা দাবি করে।

“পরে তা কমাতে কমাতে ৩০ হাজার টাকায় আসে অপহরণকারী।”

ওসি নেজাম বলেন, “শফিকের স্ত্রী বিষয়টি পুলিশকে জানিয়ে টাকা দিতে রাজি হয়।

“সকালে তারা টাকা আনতে শাহ আমানত ব্রিজ এলাকায় একটি বিকাশের দোকানে যায়। দোকানের আশেপাশে পুলিশও অবস্থান নেয়।”

পুলিশ কর্মকর্তা নেজাম বলেন,  “গ্রেপ্তারের পর আবির ও সাগর অপহরণের সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করে এবং তাদের সাথে রাব্বি, জসীম ও রুবেল নামে আরও তিনজনের নাম প্রকাশ করে।”

উদ্ধারের পর পুলিশের কাছে শফিক জানিয়েছে, তাকে চোখ বেঁধে বিভিন্ন স্থানে ঘুরাতে থাকে অপহরণকারী দুজন ।

টাকার জন্য শফিককে মারধরও করা হয় বলে জানিয়েছে পুলিশ।