ইয়াবা: কারারক্ষী রিমান্ডে, হামকা নূরকে গ্রেপ্তার দেখানোর আদেশ

ইয়াবাসহ গ্রেপ্তার কারারক্ষী সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতে নেওয়ার জন্য অনুমতি পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2019, 01:15 PM
Updated : 17 June 2019, 01:16 PM

এছাড়া কারাগারে বসে মাদক ব্যবসার অভিযোগ ওঠায় হামকা নূর আলমকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশও দিয়েছে আদালত।

সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম খায়রুল আমীন এ আদেশ দেন বলে জানিয়েছেন সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবউদ্দিন আহমেদ।

গত শনিবার বিকালে কদমতলী ফ্লাইওভারে একটি অটোরিকশা থেকে ৫০টি ইয়াবাসহ কারারক্ষী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ ।

সাইফুলের কাছ থেকে কারাগারে থেকে হামকা নূর আলমের মাদক বিক্রির তথ্য পায় পুলিশ।

সাইফুলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন সন্ধ্যায় মাদক সরবরাহকারী দিদারুল আলম মাছুম ওরফে আবু তালেব মাছুম, আজিজুল ইসলাম জালাল ও আলো বেগম নামের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।   

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই সজল কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারারক্ষী সাইফুল ও তাকে মাদক সরবরাহকারীদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত একদিন মঞ্জুর করেছেন।

“এ মামলায় কারাগারে বসে হামকা নূর আলমের মাদক বিক্রির তথ্য পাওয়া যায়। তাই তাকেও এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেছি। আদালত আনুমতি দিয়েছে।”

নূর আলমকেও জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার রিমান্ডের আবেদন করা হবে বলে জানান এসআই সজল।