চট্টগ্রামে সোহেল তাজের ভাগ্নেকে অপহরণের অভিযোগ
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jun 2019 03:23 PM BdST Updated: 16 Jun 2019 05:06 PM BdST
চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ এলাকা থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা।
২৮ বছর বয়সী সৈয়দ ইফতেখার আলম সৌরভ ঢাকায় ইনডিপেন্ডেন্ট ইউনিভাসির্টিতে সোশাল স্টাডিজে পড়ছেন। তার পরিবার চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় থাকে।
গত ৯ জুন নগরীর পাঁচলাইশ থানাধীন আফমি প্লাজার সামনে থেকে কে বা কারা তাকে তুলে নিয়ে গেছে বলে সৌরভের পরিবারের পক্ষ থেকে পাঁচলাইশ থানায় জানানো হয়। পরদিন তার বাবা সৈয়দ ইদরিস আলম থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।
পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৯ জুন সন্ধ্যার দিকে আফমি প্লাজার সামনে গেলে সৌরভকে কে বা কারা নিয়ে। চাকরি দেওয়ার কথা বলে সিভি জমা দেওয়ার জন্য তাকে ওই জায়গায় আসতে বলা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
“তাকে উদ্ধারে তদন্ত চলছে। সুনির্দিষ্টভাবে কিছু তথ্য পেয়েছি। সব ধরণের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা কাজ করে যাচ্ছি। দ্রুত উদ্ধার করতে সক্ষম হব বলে আমরা আশা করছি।”
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ গতকাল নিজের ফেইসবুক পেইজে লেখেন, “আমার মামাতো বোনের ছেলে (ভাগিনা) সৈয়দ ইফতেখার আলম প্রকাশ সৌরভকে গত ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে থেকে অপহরণ করা হয়েছে।
“যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের অনুরোধ করছি সৌরভকে ফিরিয়ে দিতে তাদের পরিবারের কাছে। অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে। ঘটনার আড়ালে কারা আছেন তা আমরা জানি।’’
এ বিষয়ে জানতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সোহেল তাজ বলেন, যে নম্বর থেকে সৌরভকে ফোন দিয়ে ডেকে নেওয়া হয়েছিল তা ‘একটি বাহিনীর অফিসারের নম্বর’ বলে তিনি পুলিশের কাছে তথ্য পেয়েছেন।
“তার পরিবার শঙ্কিত, গুম করে ফেলা হতে পারে কি না- তা নিয়ে।... সৌরভকে জীবিত ফিরে পাওয়াই তার পরিবারের একমাত্র চাওয়া। তাকে উদ্ধারে তার পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।”
সৌরভের পরিবার সোমবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সংবাদ সম্মেলন করবে জানিয়ে সোহেল তাজ বলেন, তিনিও সেখানে থাকবেন।
-
ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
-
বিএম ডিপোতে আগুনের এক মাস পর দেহাবশেষ উদ্ধার
-
ডিপোতে আগুন: একমাস পর কন্টেইনার ছাড় শুরু
-
বিএম ডিপোর ব্যবস্থাপনায় দুর্বলতা পেয়েছে তদন্ত কমিটি
-
গোলাপি ‘রাজা বাবু’র দাম হাঁকছে সাড়ে ৫ লাখ টাকা
-
বাবুল-মিতুর ছেলে-মেয়েকে পিবিআইর জিজ্ঞাসাবাদ
-
ছাত্রকে যৌন নিপীড়ন: ফটিকছড়ির মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
-
কোভিড: চট্টগ্রাম জেলায় দৈনিক শনাক্ত বেড়ে ৯৩
-
ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
-
বিএম ডিপোতে আগুনের এক মাস পর দেহাবশেষ উদ্ধার
-
বিএম ডিপোর ব্যবস্থাপনায় দুর্বলতা পেয়েছে তদন্ত কমিটি
-
ডিপোতে আগুন: একমাস পর পণ্যবাহী কন্টেইনার ছাড় শুরু
-
ছাত্রকে যৌন নিপীড়ন: ফটিকছড়ির মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
-
গোলাপি ‘রাজা বাবু’র দাম হাঁকছে সাড়ে ৫ লাখ টাকা
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে