চট্টগ্রামে ইনকিউবেটরে অজগরের জন্ম

চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম পরিবেশে জন্ম নিয়েছে ২৬টি অজগর ছানা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2019, 07:18 AM
Updated : 13 June 2019, 12:09 PM

প্রায় ৬০ দিন ধরে হাতে তৈরি ইনকিউবিটরে রাখা ডিম ফুটে বৃহস্পতিবার এসব অজগর ছানার জন্ম হয়েছে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে।

চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবেটরে জন্ম নেওয়া অজগরের ছানা। ছবি: সুমন বাবু

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাৎ হোসেন শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিড়িয়াখানায় খাচায় মোট ২০টি অজগর আছে। তারা ৩৫টি ডিম পাড়ে।

“ওই ৩৫টি ডিম আমরা সাপের খাঁচা থেকে সংগ্রহ করে হাতে তৈরি ইনকিউবিটরে ৬০ দিন ধরে বিভিন্ন তাপমাত্রায় রেখেছিলাম। তার মধ্যে নয়টি ডিম নষ্ট হলেও ২৬টি ডিম ফুটে অজগর ছানা জন্ম নিয়েছে।”

চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবেটরে ডিম ফুটে জন্ম নিচ্ছে অজগরের ছানা। ছবি: সুমন বাবু

শাহাদাৎ আরও বলেন, ছানাগুলো ইনকিউবিটরে রাখা হবে, ১৫ দিন পর এরা চামড়া বদল করবে। ধীরে ধীরে এদের খাওয়া দেওয়া হবে। তিন মাস পর্যবেক্ষণে রাখা হবে। পরে এসব সাপ প্রকৃতিতে ছাড়া হবে।

“আমাদের জানা মতে বাংলাদেশে কোন চিড়িয়াখানায় এভাবে সাপের ডিম সংগ্রহ করে বাচ্চা উৎপাদন করেনি। আমরা পরীক্ষামূলকভাবে কাজটি করে সফল হয়েছি।”