চট্টগ্রামে তামাক কোম্পানির বিজ্ঞাপন প্রদর্শনে সুপারশপকে জরিমানা

তামাক কোম্পানির বিজ্ঞাপন রাখায় চট্টগ্রামের সুপারশপ বাস্কেটকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2019, 04:40 PM
Updated : 11 June 2019, 05:22 PM

মঙ্গলবার নগরীর খুলশী এলাকায় সুপারশপ বাস্কেটে এ অভিযান চালান চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সুরাইয়া ইয়াসমিন।

তিনি বলেন,  “ওই সুপারশপে অন্যান্য পণ্যের সাথে অবৈধভাবে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির তামাক জাতীয় পণ্যের বিজ্ঞাপন সাজানো দেখা যায়। 

“ধূমপান এবং তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর আওতায় সিগারেট ও তামাক পণ্যের প্রচার-প্রদর্শন নিষিদ্ধ রয়েছে।”

তামাক কোম্পানির বিজ্ঞাপন প্রচারে সুপার শপটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান সুরাইয়া ইয়াসমিন।

আইনের তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ অংশে  তামাকজাত দ্রব্যের বিক্রয়স্থলে  যে কোনো উপায়ে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার না করার কথা বলা হয়েছে।

অভিযানে বিজ্ঞাপনের জন্য ব্যবহৃত সামগ্রীও  ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত।