ট্রাক উল্টে সাত মৃত্যু: চালকের ছয় বছরের কারাদণ্ড

চট্টগ্রামের মিরসরাইয়ে চালবাহী ট্রাক উল্টে সাতজন নিহতের ঘটনায় ট্রাকের চালককে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2019, 03:19 PM
Updated : 11 June 2019, 03:19 PM
মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমদ খন্দকার এ আদেশ দেন।

দণ্ডিত ট্রাকচালক মোস্তাকিম হোসেন (৩৫) রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের পেশকার মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দণ্ডবিধির ২৭৯ ও ৩০৪ (বি) ধারার প্রতিটিতে তিন বছর করে মোট ছয় বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

“এই দুই সাজা একটির পর একটি কার্যকর হবে বলে আদেশ দিয়েছেন বিচারক।”

দণ্ডবিধির ২৭৯ ধারায় বেপরোয়া গাড়ি চালনা এবং ৩০৪ (বি) ধারায় বেপরোয়া যান চালিয়ে মৃত্যু ঘটানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সাজা দেওয়া হয়।

২০১৫ সালের ১২ অক্টোবর ভোরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালের ট্রাকটি উল্টে যায়।

এতে সাতজন হলেন- কালাম মিয়া (৪৫), সাইফুল (৪০), রুবেল (২৫), টিপু (৪৫), মনিরুদ্দিন (৪৫), আলম (৩৫) ও আজাদ (২৫)।

এদের মধ্যে আজাদ বগুড়ার এবং অন্যরা নওগাঁর বাসিন্দা। এ ঘটনায় আরও চারজন আহত হন।

ট্রাকটি নওগাঁ থেকে চালের বস্তা নিয়ে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট সরকারি খাদ্য গুদামে আসছিল বলে ঘটনার দিন পুলিশ জানায়।

ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে পাশের খাদে পড়ে যায়।

এ ঘটনায় ট্রাকচালক মোস্তাকিমকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।

মামলার নথি থেকে জানা যায়, কম ভাড়ায় নওগাঁ থেকে চট্টগ্রাম আসতে হতাহতরা ওই ট্রাকে চালের বস্তার উপর উঠে বসেন। তাদের যাত্রী হিসেবে নিয়েছিলেন চালক মোস্তাকিম।  

দুর্ঘটনার সময় ট্রাকটি উল্টে খাদে পড়লে চালের বস্তার নিচে চাপা পড়ে সাতজনের মৃত্যু হয়।