চট্টগ্রামে ৩ ঘণ্টার বৃষ্টিতে অনেক এলাকায় হাঁটু পানি

চট্টগ্রামে তিন ঘণ্টার বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2019, 05:55 PM
Updated : 24 May 2019, 05:55 PM

শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর নগরীতে শুরু হয় ভারি বর্ষণ, সাথে ছিল ঝড়ো হাওয়া। এতে দুর্ভোগে পড়েন সাপ্তাহিক ছুটির দিনে ঈদের কেনাকাটা করতে বের হওয়া লোকজন ও পথচারীরা।

পতেঙ্গা আবহাওয়া অফিসের ডিউটি অফিসার মেঘনাদ তঞ্চঙ্গা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত নয়টা পর্যন্ত চট্টগ্রামে ৩৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

টানা বৃষ্টিপাতে নগরীর ষোলশহর, প্রবর্তক মোড়, মুরাদপুর, বহদ্দারহাট, হালিশহর, আ্গ্রাবাদ, চকবাজারসহ বিভিন্ন এলাকায় হাঁটু পানি জমে যায়।

সরেজমিনে দেখা গেছে, ইফতারের পর লোকজন ঈদের কেনাকাটার জন্য বিভিন্ন মার্কেটের উদ্দেশ্যে বের হলে বৃষ্টিতে ভোগান্তির মুখে পড়েন। এ সময় সড়কে গণপরিবহন কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ লোকজন।

সন্ধ্যায় মুরাদপুরে যাওয়া সাংবাদিক শহিদুল ইসলাম বলেন, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে মুরাদপুর এলাকায় পানি জমে গেলে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে।

এছাড়া প্রবর্তক মোড়সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে সিএনজি অটোরিকশা, রিকশা ও বাস চালকরা কোথাও নড়াচড়া করতে চাননি।

সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত টানা বৃষ্টি হওয়ার পর জমে থাকা পানি ধীরে ধীরে সরতে শুরু করে।