কর্ণফুলীতে তলা ফেটে পাথরভর্তি জাহাজ ডুবি

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পাথরভর্তি একটি লাইটারেজ জাহাজ তলা ফুটো হয়ে ডুবে গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2019, 04:00 PM
Updated : 23 May 2019, 04:06 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মোবারক ঘাটে ডুবে যায় এমভি সি ক্রাইন নামের জাহাজটি। এ সময় নিরাপদে তীরে উঠতে সক্ষম হন জাহাজে থাকা ১৩ জন নাবিক।

জাহাজটির মাস্টার মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাইটার জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অবস্থানরত এমভি ব্র্যাভো ট্রেডার থেকে ১১০০ মেট্রিক টন পাথর নিয়ে কর্ণফুলী নদীর মোবারক ঘাটে আসে বুধবার বিকালে।

বৃহস্পতিবার সকালে পণ্য খালাসের কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে বুধবার গভীর রাতে মোবারক ঘাটের পাশে তীরে জাহাজটির পেছনের অংশ উঠে যায়।

রাতে বিভিন্নভাবে চেষ্টা করেও সেটি পানিতে নামানো যায়নি। টানাটানিতে জাহাজটি কিছুটা পানিতে নামে, আর এতেই তার তলা ফেটে যায়। রাতেই জাহাজ থেকে বেশ কিছু পাথর নামানো হয়।

পরে সকাল সাড়ে ৯টার দিকে জাহাজটি পুরোপুরি পানিতে তলিয়ে যায়। ডুবে যাওয়ার সময় সেটি ৯৫০ টনের মতো পাথর ছিল।

ডুবে যাওয়া জাহাজের মালিক মমতা ট্রেডিং এজেন্সি। পাথরগুলোও তারা আমদানি করেছিল।

জাহাজ মালিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ঘটনায় কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।