কৃষকের কাছ থেকে ধান কেনা হচ্ছে হাটহাজারীতে

ধানের দাম নিয়ে সারাদেশে চাষিদের অসন্তোষের মধ্যে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হয়েছে। 

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2019, 04:44 PM
Updated : 22 May 2019, 04:44 PM

বুধবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার কৃষক মো. ওসমান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ২৪০ কেজি ধান বিক্রি করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার নির্ধারিত ২৬ টাকা কেজি দরে ধান কেনা হয়েছে।

মধ্যস্বত্ত্বভোগীরা ১০ টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে ধান কিনছে, যার ফলে কৃষকরা ধানের ন্যায্য দাম পাচ্ছেন না।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক চাই থোয়াই প্রু মারমা উপস্থিত থেকে বুধবার কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করেন।

উপজেলা খাদ্য নিভাগ ১০৭ টন ধান সরাসরি কৃষকের কাছ থেকে কিনবে বলে জানান ইউএনও মোহাম্মদ রুহুল আমীন। 

"উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে। সোমবার গুমানমর্দন ইউনিয়নে ক্যাম্প করে ধান সংগ্রহ করা হবে। কৃষক যেন কষ্ট করে উপজেলা পরিষদে না আসতে হয় এবং গাড়ি ভাড়া খরচ করতে না হয়  সেজন্য ইউনিয়ন পর্যায় থেকেই ধান সংগ্রহ করা হবে।" 

তিনি বলেন, সেখান থেকে ট্রাকে করে আমরা সংগ্রহ করা ধান উপজেলার ধলই ও ১১মাইল এলাকায় থাকা দুটি খাদ্য গুদামে পৌঁছে দেওয়া হবে। 

একজন কৃষক একসাথে ৩ টন পর্যন্ত ধান বিক্রি করতে পারবে। যদি কোনো কৃষকের উৎপাদিত ধানের পরিমাণ আরও বেশি হয়, সেক্ষেত্রে উপজেলা কৃষি কর্মকর্তার প্রত্যয়ণে আরও বেশি পরিমাণে ধান বিক্রি করতে পারবেন।