খাদ্যে ভেজাল দিচ্ছি যারা, প্রতারিত হচ্ছি নিজেরাই: হানিফ

নৈতিকতার ধার না ধেরে যারা খাদ্যে ভেজাল দিচ্ছেন, তারা নিজেদেরই প্রতারিত করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2019, 04:03 PM
Updated : 20 May 2019, 04:03 PM

সোমবার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ইফতার অনুষ্ঠানে তার এমন মন্তব্য আসে।

হানিফ বলেন, “আমাদের দেশের ৭০ থেকে ৮০ শতাংশ মানুষ শারীরিকভাবে অসুস্থ। এর বড় কারণ অনৈতিকতা। খাদ্যে আমরা ভেজাল দিচ্ছি, ফরমালিন দিচ্ছি। মানুষকে প্রতারিত করতে গিয়ে নিজেরাই প্রতারিত হচ্ছি।”

রাজনীতির নামে হানাহানির মানসিকতা থেকে বেরিয়ে এসে সকল ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে এগিয়ে চলার, সকল রাজনৈতিক দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেন ক্ষমতাসীন দলের এই নেতা।  

হানিফ বলেন, “আমাদের লক্ষ্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এবং শান্তি প্রতিষ্ঠা- এটাই আমাদের মূল প্রার্থনা।”

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “সন্ত্রাস, মাদক ও মৌলবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মাদক ও ভেজালের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।”

উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে নগর কমিটির সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলার সাধারণ সম্পাদক এম এ সালাম, নগরের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।