চতুর্থবারের মতো চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল

টানা চতুর্থবারে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম। আর জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এম এ লতিফের ছেলে ওমর হাজ্জাজ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2019, 03:56 PM
Updated : 20 May 2019, 03:56 PM

সোমবার দুপুরে চট্টগ্রাম চেম্বারের নতুন পরিচালকদের নিয়ে হওয়া সভায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। 

চট্টগ্রাম চেম্বারের নির্বাচন কমিশনের চেয়্যারম্যান শাহজাদা ফৌজুল মবিন খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

(বাম থেকে) চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, জ্যেষ্ঠ সহ-সভাপতি ওমর হাজ্জাজ ও সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন।

পরিচালক নির্বাচনের লক্ষ্যে গত ২১ মার্চ ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা ছিল গত ৫ মে।

এ সময়ে অর্ডিনারি ক্যাটাগরিতে ১২ পদের বিপরীতে ১৪ জন, অ্যাসোসিয়েট গ্রুপে ছয়টি পদের বিপরীতে ছয়জন, টাউন অ্যাসোসিয়েশনে তিন পদে তিনজন এবং ট্রেড গ্রুপে তিনটি পদের বিপরীতে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

১৯ মে মনোনয়ন প্রত্যাহারে শেষ দিনে অর্ডিনারি ক্যাটাগরির দুইজন প্রার্থিতা প্রত্যাহার করলে নির্বাচন কমিশন বাকি প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

নতুন নির্বাচিত সভাপতি মাহবুবুল আলম ২০১৩-১৪, ২০১৫-১৬, ২০১৭-১৮ মেয়াদে চট্টগ্রাম চেম্বারের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি বর্তমানে সার্ক চেম্বারের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী দপ্তর সংশ্লিষ্ট বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলাপমেন্ট- বিল্ড’র  ট্রাস্টি চেয়ারম্যান, এফবিসিসিআইর প্রাক্তন সহ-সভাপতি ও পরিচালক, বাংলাদেশ ইকনোমিক জোন অথরিটির গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রাম চেম্বারের নির্বাচিত পরিচালকরা হলেন- সৈয়দ জামাল আহমেদ, সালাহ্উদ্দীন কাসেম খান, এ কে এম আক্তার হোসেন, অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), এস এম আবু তৈয়ব, মোহাম্মদ জহুরুল আলম, আনিসুজ্জামান চৌধুরী, ছৈয়দ ছগীর আহমদ, অঞ্জন শেখর দাশ, মুজিবুর রহমান, বেনাজির চৌধুরী (নিশান), শাহরিয়ার জাহান, হাসনাত মো. আবু ওবাইদা, আবদুল মান্নান সোহেল, এম মহিউদ্দিন চৌধুরী, নাজমুল করিম চৌধুরী শারুন, সৈয়দ মোহাম্মদ তানভীর, সালমান হাবীব, তাজমীম মোস্তফা চৌধুরী, সাকিফ আহমেদ সালাম ও শাহজাদা মো. ফৌজুল আলেফ খান।