পুলিশ-সাংবাদিক পরিচয় দিয়ে ২০ লাখ টাকা ছিনতাইকালে ধরা

চট্টগ্রামে পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে প্রবাসীর টাকা ছিনতাইকালে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2019, 05:05 PM
Updated : 19 May 2019, 05:18 PM

রোববার ইফতারির কিছুক্ষণ আগে নগরীর বৌদ্ধ মন্দির মোড় এলাকা থেকে সাইফুল ইসলাম (২৬) ও মো. ইকবাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয় বলে কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।

নগরীর সদরঘাট থানার আলম ভিলা এলাকার রশিদ বিল্ডিংয়ের বাসিন্দা সাইফুল। আর ইকবাল থাকেন ডবলমুরিং থানার ১০ নম্বর পিডিবি কলোনি এলাকায়।

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,

“সিএনজি অটোরিকশা করে প্রবাসী মোহাম্মদ ফরিদ ২০ লাখ টাকা নিয়ে যাওয়ার পথে বৌদ্ধ মন্দির মোড়ে দুটি মোটর সাইকেলে করে চারজন এসে পথ রোধ করে।

“সাইফুল নিজেকে পুলিশ এবং ইকবাল সাংবাদিক পরিচয় দিয়ে ফরিদের নামে ‘ওয়ারেন্ট আছে’ বলে অটোরিকশা থেকে তাকে জোর করে নামানোর চেষ্টা করে। রাস্তার ওপর ধস্তাধস্তির এক পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যরা দেখলে এগিয়ে গিয়ে দুইজনকে গ্রেপ্তার এবং টাকাভর্তি ব্যাগ উদ্ধার করে। ”

এই ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে পরিদর্শক জানিয়েছেন।