চট্টগ্রামে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ চিকিৎসক গ্রেপ্তার

ভারত থেকে অবৈধভাবে আনা ওষুধসহ এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2019, 04:44 AM
Updated : 16 May 2019, 04:44 AM

বুধবার রাতে নগরীর খুলশী এলাকা থেকে বাবলু হোসেন (৩০) নামে ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয় বলে খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানান।

গ্রেপ্তার বাবলু সিলেটের কোম্পানিগঞ্জ এলাকার খোরশেদ আলমের ছেলে। তিনি চট্টগ্রামের খুলশী থানাধীন জাকিতর হোসেন রোডের এক বাড়িতে ভাড়া থাকতেন।

ওসি প্রণব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ব্যক্তি সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। বুধবার রাতে রিকশাভ্যানে করে কয়েক বস্তা ওষুধ নিয়ে যাওয়ার সময় খুলশী এলাকা থেকে তাকে আটক করা হয়।”

বাবলুর সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে প্যারাসিটামল গ্রুপের বিভিন্ন ভারতীয় কোম্পানির প্রায় দুই লাখ ৪০ হাজার ট্যাবলেট পাওয়া যায়। এসব ওষুধের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানান ওসি।  

তিনি বলেন, “থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর সে বলেছে, সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে এসব ওষুধ বাংলাদেশে এনে চট্টগ্রাম নগরীর হাজারী গলি এলাকার বিভিন্ন দোকানে সে সরবরাহ করত। ”

এ ঘটনায় খুলশী থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।