চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের লালখান বাজার পোড়া কলোনি এলাকার পাহাড়ে বসতিকারী একশ পরিবারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2019, 03:35 PM
Updated : 5 May 2019, 03:35 PM

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত খুলশী থানাধীন লালখান বাজার মাদ্রাসা সংলগ্ন পোড়া কলোনির পাহাড়ে এ অভিযান চলে।

অভিযান চালান চট্টগ্রাম জেলা প্রশাসনের আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম।

তৌহিদুল ইসলাম জানান, “যারা অবৈধভাবে ঝুঁকি নিয়ে বসবাস করছিল, তাদের মধ্যে একশর মতো পরিবারের স্থাপনা এবং এসবের সাথে সংযুক্ত বিদ্যুৎ-পানি ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।”

এসময় পিডিবি থেকে ইস্যু করা সাতটি প্রিপেইড মিটার ও সংশ্লিষ্ট বিলের বেশকিছু কপি জব্দ করা হয়েছে বলে জানান।

পাহাড় ব্যবস্থাপনা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নগরীর তালিকাভুক্ত ১৭ পাহাড়ের পাদদেশে অবৈধবাবে বসবাস করা ৮৩৫ পরিবার উচ্ছেদের সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।