জব্দ হওয়া ওই হেরোইনের আনুমানিক মূ্ল্য দুই কোটি টাকা
বৃহস্পতিবার ভোর রাতে নাসিরাবাদ গার্লস স্কুলের পশ্চিম পাশের রাস্তা থেকে মোহাম্মদ রাজীবকে (২৮) গ্রেপ্তার করা হয় বলে খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানিয়েছেন।
রাজীব কুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকার মৃত মোহাম্মদ সেলিমের ছেলে। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি পাওয়া গেছে।
ওসি প্রণব চৌধুরী বলেন, “রাজীব এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলশী থানায় ডাকাতি, চাঁদাবাজি, বিস্ফোরক ও ছিনতাই মিলিয়ে মোট সাতটি মামলা রয়েছে।”