অভিযানে যাওয়া পুলিশের ওপর হামলা, গোলাগুলিতে সন্ত্রাসী নিহত

চট্টগ্রামে সন্ত্রাসীদের আস্তানায় অভিযানে যাওয়া পুলিশ দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশের ভাষ্য, সেখানে গোলাগুলিতে আহত এক সন্ত্রাসী পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2019, 12:56 PM
Updated : 22 April 2019, 02:41 PM

সোমবার বিকালে নগরীর আসাদগঞ্জ শুটকিপট্টির কলাবাগিচা এলাকায় ওই ঘটনায় ছয় পুলিশও আহত হয়েছেন।

এছাড়া ঘটনার পর ওই এলাকা থেকে সাজ্জাদ ওরফে রাজু নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেছেন, গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তারের পর মো. ওয়াসিম (৩৭) নামের এক সন্ত্রাসীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয় বলে জানান ওসি মহসিন।

তার বাম হাঁটুতে গুলি লেগেছিল।

ওয়াসিমের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও অস্ত্র আইনে অন্তত ১৪টি মামলা আছে।

হামলায় আহত এএসআই সুকুমার, আরেফীন, মাহাবুব, কনস্টেবল সালাউদ্দিন, জাকির ও শাহজাহানকেও চট্টগ্রাম মেডিকলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুটকিপট্টির যেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে সেখানে ওয়াসিম ও তার সহযোগীরা খাল দখল করে ঘর তৈরি করেছে, যেটি তারা আস্তানা হিসেবে ব্যবহার করে।

থানা পুলিশের একটি দল বিকালে তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াসিম ও তার সহযোগী পারভেজ ও তার ভাই রিয়াজকে ধরতে ওই আস্তানায় যায়।

“কলাবাগিচার ওই আস্তানায় পুলিশ পৌঁছানোর পর তাদেরকে লক্ষ্য করে ওয়াসিম ও তার সহযোগীরা গুলি ও ইটপাটকলে ছুড়তে শুরু করে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

“এক পর্যায়ে পারভেজ, অনিক ও তাদের সহযোগীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়।”

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানিয়েছেন, পুলিশ সদস্যরা ইটের আঘাতে আহত হয়েছেন।