সমুদ্র দেখে ইয়াবা নিয়ে ফিরছিলেন ভাই-বোন

কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়ানো শেষে ইয়াবা নিয়ে বাড়ি ফেরার পথে র‌্যাবের হাতে ধরা পড়েছেন ভাই-বোন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2019, 10:46 AM
Updated : 17 April 2019, 10:46 AM

বুধবার ভোরে চট্টগ্রামের শাহ আমান সেতু এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তানভির হোসেন (২৮) ও তার বোন রওশন আরা বেগমের (৩২)। বাড়ি রাজশাহীর চারঘাট এলাকায়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাশকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে কক্সাবাজার থেকে ঢাকাগামী লন্ডন এক্সপ্রেসের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, “গোপন সংবাদ থাকায় বাসটিকে চেকপোস্টে থামার সংকেত দিলে চালক বাসটি থামান। এসময় র‌্যাব সদস্যরা বাসে তল্লাশি করতে উঠলে তানভির ও রওশন বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন।

“পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১৩ হাজার ৮৫০টি ইয়াবা পাওয়া যায়।”

এএসপি মাশকুর বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সমুদ্র সৈকতে বেড়ানোর পর ইয়াবা নিয়ে রাজশাহী ফিরছিলেন তারা।