মাতারবাড়ির জমি অধিগ্রহণে আত্মসাত মামলার বিচার শুরু

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণে অর্থ আত্মসাতের মামলায় ৩৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2019, 04:49 PM
Updated : 16 April 2019, 04:49 PM

চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল মঙ্গলবার এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ১৫ মে দিন ঠিক করে দিয়েছেন।

এ আদালতে দুদকের আইনজীবী সানোয়ার আহমেদ লাভলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের এ মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমীনসহ ৩৬ জনকে অভিযুক্ত করেছে আদালত।

মাতারবাড়ির ব্যবসায়ী এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী ২০১৪ সালের ২০ নভেম্বর কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমীন এবং সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক জাফর আলমসহ ২৮ জনকে আসামি করে মামলা করেন।

তদন্ত শেষ করে দুর্নীতি দমন কমিশন ২০১৭ সালের ৩ এপ্রিল ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

সেখানে বলা হয়, ওই প্রকল্পের জমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ২৩৭ কোটি টাকা। এর মধ্যে ৪৬ কোটি ২৪ লাখ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ২৫টি চিংড়ি ঘেরের কথা বলে, যেগুলোর বাস্তব অস্তিত্ব নেই।

এই জালিয়াতির মাধ্যমে আসামিরা ১৯ কোটি ৭১ লাখ টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ করা হয়েছে এ মামলায়।