সিইউএসডি’র বিতর্ক উৎসব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন সিইউএসডি’র আয়োজনে দুই দিনব্যাপী উৎসব শেষ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2019, 01:12 PM
Updated : 24 March 2019, 01:26 PM

চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (সিইউএসডি) এবার দ্বিতীয়বারের মতো ‘এমজেএফ সিইউএসডি জাতীয় বিতর্ক উৎসব’ আয়োজন করে।

‘যুক্তি হোক তীক্ষ্ণধার, চেতনা হোক সমতার’ স্লোগান নিয়ে এবারের আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল অংশ নেয়।

উৎসবের প্রথম দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষ দিন শনিবার নগরীর থিয়েটার ইন্সটিটিউটে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

এবারের উৎসবে চাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং রানারআপ হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দীন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি’র মার্কেটিং বিভাগের অধ্যাপক সজীবর কুমার ঘোষ এবং মানুষের জন্য ফাউন্ডেশনের জেন্ডার এডভাইজর বনশ্রী মিত্র নিয়োগী।