চাকসু নির্বাচন: নীতিমালা ও পরিকল্পনা ঠিক করতে কমিটি

ঢাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য নীতিমালা প্রণয়ন ও সুনির্দিষ্ট পরিকল্পনা নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2019, 10:31 AM
Updated : 21 March 2019, 10:32 AM

বৃহস্পতিবার উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী নির্বাহী ক্ষমতা বলে এ কমিটি গঠন করেন বলে জানান রেজিস্ট্রার কে এম নুর আহমদ।

পাঁচ সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে বিজ্ঞান অনুষদের ডিন বন ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মো. শফিউল আলমকে।

কমিটির সদস্য হিসেবে থাকছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক আমীর মুহাম্মদ নসরুল্লাহ, আইন অনুষদের ডিন এ বি এম আবু নোমান, সহকারী প্রক্টর লিটন মিত্র এবং ডেপুটি রেজিস্ট্রার মো. ইউসুফ।

তিন দশক পর গত ১১ মার্চ ডাকসু নির্বাচন হয়।

এরই প্রেক্ষাপটে এরপর বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির সভায় চাকসু নির্বাচন করার সিদ্ধান্ত হয়। তবে নির্বাচনের দিন-তারিখ এখনও ঠিক হয়নি।

ডাকসুর মতো চাকসুতেও সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। ওই বছরের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনে সর্বদলীয় ছাত্র ঐক্য বিজয়ী হয়েছিল ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে।

বাকশাল (বর্তমানে বিলুপ্ত) সমর্থিত জাতীয় ছাত্রলীগের নেতা মো. নাজিম উদ্দিন ভিপি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা আজিম উদ্দিন আহমেদ জিএস এবং ছাত্রদলের নেতা মাহবুবুর রহমান শামীম এজিএস নির্বাচিত হয়েছিলেন।