মুখ টেপ পেঁচিয়ে, ঘণ্টা বাজিয়ে মানববন্ধন

মুখে সাদা টেপ লাগিয়ে, ঘণ্টা বাজিয়ে, বুকে প্ল্যাকার্ড নিয়ে সড়কে দুর্ঘটনা নিয়ে সচেতনতা বাড়াতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল শিক্ষার্থী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2019, 06:55 PM
Updated : 20 March 2019, 06:55 PM

বুধবার বিকালে চট্টগ্রাম প্রেস „ক্লাব চত্বরে তারা ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে এ্ই ভিন্নধর্মী কর্মসূচি পালন করে।

‘সড়কে মৃত্যুর মিছিল থামাতে হবে’, ‘সড়কে মৃত্যু প্রশাসন চুপ কেন’- এ ধরনের বক্তব্য লেখা প্ল্যাকার্ড ছিল শিক্ষার্থীদের হাতে।

কর্মসূচির আয়োজকদের একজন চারুকলার শিক্ষার্থী নাজমুল হোসেন নয়ন বলেন, “আমরা মুখ বেঁধে প্রতিবাদ করছি সড়কে শিক্ষার্থী হত্যার। অনিরাপদ সড়কে আমরা নিরাপদ নই, সেটা জনসাধারণকে ঘণ্টা বাজিয়ে প্রতীকীভাবে সতর্ক করার বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি।

“এছাড়া সড়কে বার বারে শিক্ষার্থী ও মানুষ মারা গেলেও এর বিচার হয় না, সড়কে শৃঙ্খলা ফিরছে না, আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না। আমরা আমাদের কর্মসূচি থেকে এর প্রতিবাদও করেছি।”