চট্টগ্রামে গ্যাস লাইনে ত্রুটি থেকে অগ্নিদগ্ধ ২

চট্টগ্রাম মহানগরীর জয়নব কলোনিতে গ্যাস লাইনে ত্রুটি থেকে বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2019, 03:22 PM
Updated : 20 March 2019, 03:22 PM

বুধবার বিকালে কোতোয়ালি থানার সিরাজুদ্দৌলাহ রোডের জয়নব কলোনির ভেতরে একটি কমিনিউিটি সেন্টারের পানির লাইন মেরামত করতে গিয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান চন্দনপুরা ফায়ার স্টেশনের অফিসার নিউটন দাশ।

আহত দুজন হলেন- দুলাল দাশ (৫৫) ও বেলাল হোসেন (২৬)। দুজনই দগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা নিউটন দাশ বলেন, “জয়নব কলোনির ওই কমিউনিটি সেন্টারের ভেতরে সিমেন্টের প্রলেপ দেওয়া একটি জায়গায় পানির লাইন, গ্যাসের লাইন এবং ওই ভবনের পয়:নিষ্কাশনের লাইন একত্রে ছিল।

“ওই সেন্টারের বেসিনের একটি লাইন নষ্ট হওয়া সংস্কার করতে মিস্ত্রি আসলে পানির লাইন খুলতে গেলে তখনই লিক হওয়া গ্যাস লাইন থেকে বিস্ফোরণ হয় বলে ধারণা করছি।”

বিস্ফোরণ ঘটার কারণ জানতে চাইলে নিউটন দাশ বলেন, “গ্যাসের লাইন লিক হয়ে আগে থেকেই গ্যাস জমে গিয়েছিল বলে আমাদের ধারণা। পানির লাইনে কাজ করতে গিয়ে আগুনের সূত্রপাত হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।”

আহতদের অবস্থা শংকামুক্ত বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ।