প্রাইভেট কারে ১০০ সোনার বার

চট্টগ্রামে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১০০টি সোনার বার পেয়েছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2019, 09:08 AM
Updated : 3 March 2019, 11:50 AM

রোববার সকালে বন্দরনগরীর সিআরবি এলাকায় ওই গাড়ি থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) এসএম মোস্তাইন হোসাইন জানিয়েছেন।

গ্রেপ্তার দুইজন হলেন- লাভু সাহা ওরফে প্রলয় কুমার সাহা (৫৯) এবং বিলাল হোসেন ওরফে কাদের (২৮)।

ফাইল ছবি

মোস্তাইন হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেট কারটি আটক করে তল্লাশি করা হয়। গাড়িতে থাকা লাভুর কোমরে কাপড়ের ব্যাগে এবং একটি বাক্সে সোনার বারগুলো পাওয়া যায়।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, নগরীর প্রবর্তক মোড়ের বদনা শাহ মাজার এলাকা থেকে তারা বারগুলো নারায়ণগঞ্জে নিয়ে যাচ্ছিলেন। সেখানে থেকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা।

উদ্ধার করা বারগুলো ২৪ ক্যারেটের উল্লেখ করে তিনি জানান, এগুলোর ওজন ১১ কেজি ৬৬২ গ্রাম, যার আনুমানিক বাজার দাম চার কোটি ৪৫ লাখ টাকা।