২১ ফেব্রুয়ারি যান চলাচল বিষয়ে সিএমপির নির্দেশনা

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে চট্টগ্রাম নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2019, 11:13 AM
Updated : 20 Feb 2019, 11:13 AM

পাশাপাশি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য কয়েকটি সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নগর পুলিশ।

বুধবার নগর পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার কুসুম দেওয়ান জানান, ২১ ফেব্রুয়ারির নিরাপত্তায় নগরীর শহীদ মিনারসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে। এসময় পুলিশের বিশেষ অভিযান ও তল্লাশিও চলবে।

২০ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে পরদিন পর্যন্ত অতিরিক্ত পুলিশ সদস্যরা মাঠে থাকবেন।

নগরীর নিরাপত্তায় পুলিশের বিশেষায়িত ইউনিট, সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে প্রস্তুত রাখার পাশাপাশি নগরীতে প্রায় ১২০০ পুলিশ মোতায়েন থাকবে বলে জানান কুসুম দেওয়ান।

বুধবার রাত ৯টা থেকে পরদিন অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শহীদ মিনারমুখী সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নগর পুলিশ।

নির্দেশনা অনুযায়ী বুধবার রাত নয়টা থেকে লালদিঘীর পাড় সোনালী ব্যাংক, সিনেমা প্যালেস ও জহুর হকার্স মার্কেটের দিক থেকে শহীদ মিনারমুখী সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

পাশাপাশি আমতল, তিন পুল, বোস ব্রাদার্স ও বৌদ্ধ মন্দির সড়ক থেকে শহীদ মিনারমুখী রাস্তায়ও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

২১ ফেব্রুয়ারি শ্রদ্ধা নিবেদন শেষ না হওয়া পর্যন্ত এ সব সড়কে ভিআইপি গাড়ি ছাড়া অন্য কোনো যান চলবে না বলে নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সর্বসাধারণকে সিনেমা প্যালেস হয়ে শহীদ মিনারে প্রবেশ করে রাইফেল ক্লাব সড়ক দিয়ে বের হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।