সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে পুরনো জাহাজ কাটার সময় আগুন লেগে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2019, 02:20 PM
Updated : 18 Feb 2019, 02:20 PM

সোমবার সকালে উপজেলার শীতলপুরে সিরাজ উদদৌলার মালিকানাধীন সাগরিকা শিপ ব্রেকিংয়ে ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা শ্রমিক হলেন- বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মো. আইনালের ছেলে মো. জলিল (২৬) ও কুড়িগ্রামের মৃত শশী চন্দ্রের ছেলে বিপুল চন্দ্র (২৪)।

সীতাকুণ্ড থানার এসআই প্রদ্যুৎ ঘোষ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইয়ার্ডে একটি পুরনো জাহাজের ইঞ্জিন কক্ষে কাজ করার সময় সেখানে আগুন লেগে দুই শ্রমিক দগ্ধ হন। তাদের চট্টগ্রাম মহানগরীর একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়।

তিনি জানান, ইমরান নামে অপর একজন শ্রমিক পায়ে আঘাত পেয়েছেন। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

দুইজন শ্রমিক সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ডে কাটারম্যান হিসেবে কাজ করতেন বলে জানান এসআই প্রদ্যুৎ।