চবিতে বোমাসদৃশ বস্তু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ভবনে কালো টেপ মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু দেখতে পেয়ে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2019, 06:35 PM
Updated : 14 Feb 2019, 06:47 PM

বৃহস্পতিবার রাত ১০টার দিকে আইন অনুষদ ভবনের ডিন কার্যালয়ের পাশে বস্তুটি দেখতে পাওয়ার খবর পেয়ে সেখানে যায় পুলিশ।

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টার দিকে অনুষদের প্রহরীরা কালো টেপ মোড়ানো বস্তুটি দেখতে পায়। বিষয়টি তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর পর তারা পুলিশকে জানায়। পুলিশ এখন এলাকাটি ঘিরে রেখেছে।

তিনি বলেন, “বস্তুটি বোমা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা বোম্ব ডিস্পোজাল ইউনিটকে বিষয়টি জানিয়েছি। সকালে এসে তারা পরীক্ষা করে বলতে পারবে সেটি কী।”

গত বুধবার সীতাকুণ্ড উপজেলার ভোলাগিরি এলাকায় প্রায় ছয় ইঞ্চি লম্বা একটি কাগজের রোলের সাথে ইলেক্ট্রিক টেপ, তার মোড়ানো একটি বোমা পাওয়া যায়।

বোমাটি নিষ্ক্রিয় করে নগর পুলিশের বোম্ব ডিস্পোজাল ইউনিটের প্রধান রাজেশ বড়ুয়া জানিয়েছিলেন, কাগজের পাইপের ভেতরে দুইপাশে বারুদ, সাউন্ড ডিভাইস, ব্যাটারি, সার্কিট ও লাইট ছিল।

“এটিতে মানুষকে জখম করার মতো কোনো ধাতব না থাকলেও সেটি বিস্ফোরিত হয়ে আতঙ্ক সৃষ্টি করার মতো বস্তু ছিল।”