ক্যাম্পাসের কাছেই ছিনতাইয়ের শিকার চবির ৩০ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন চালন্দা গিরিপথে বেড়াতে যাওয়ার সময় ৩০ শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2019, 04:32 PM
Updated : 14 Feb 2019, 04:32 PM

বৃহস্পতিবার সকালে ৩০ জনের ওই দলটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হতে চালন্দা গিরিপথে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হন।

ছিনতাইয়ে শিকার রসায়ন বিভাগের এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকমকে বলেন,  “আমরা বন্ধুরা মিলে চালন্দার পথে রওনা হই। কলা অনুষদের ঝুপড়ির পরে একটি পাহাড় অতিক্রম করলে ছিনতাইকারীদের একটি দল আমাদের পথরোধ করে ভয়ভীতি দেখিয়ে সব ছিনতাই  করে নিয়ে যায়।

“তখন ছিনতাইকারীদের হাতে রামদা, চাপাতি ও বন্দুক ছিল।”

আক্রান্ত শিক্ষার্থীরা বলেন, এসময় তাদের কয়েকজনকে মারধর করে মোবাইল ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

এ ঘটনা নিয়ে চবি পুলিশ ফাঁড়ির পরিদর্শক আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“দুপুরে দুই শিক্ষার্থী ফাঁড়িতে এসে জানায় যে তাদের সহপাঠিরা চালন্দা গিরিপথে বেড়াতে গিয়ে ঝামেলায় পড়েছে।

“পরে আমরা বিষয়টি প্রক্টর অফিসকে জানিয়ে তাদের উদ্ধারের প্রস্তুতি নিলে পুনরায় ছেলেরা ফোনে জানায় যে, তাদের বন্ধুরা ফিরে এসেছে। তাই আমাদের আর যেতে হয়নি।”

তবে ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানালেন প্রক্টর আজগর আলী চৌধুরী।

তিনি বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। চালন্দা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাহিরে অবস্থিত।”

চালন্দা গিরিপথটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পশ্চিম দিকে দুই পাহাড়ের মধ্যে অবস্থিত।  সাধারণত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কলা অনুষদের ঝুপড়ির পেরিয়ে পাহাড়ি পথ দিয়ে চালন্দা গিরিপথে যায়।

কলা ঝুপড়ির পাশে রয়েছে পাহাড়ি ঝরনা। ঝরনার পানির উৎপত্তিস্থলের দিকটি ‘ছড়ার পানি’ নামে পরিচিত। ছড়ার পানি দিয়ে পশ্চিমে প্রায় ৫০ মিনিট হাঁটার পর দক্ষিণে এই চালন্দা গিরিপথের অবস্থান।