চবিতে সন্ধ্যার পর সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ধ্যার পর সভা-সমাবেশসহ সব ধরনের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2019, 03:42 PM
Updated : 14 Feb 2019, 03:42 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।

এ নির্দেশনা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকমকে বলেন, “প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্পাসে রাতের বেলা সভা, সমাবেশ, মিছিল, জন্মদিন ও বারবিকিউ পার্টি নিষিদ্ধ করা হয়েছে।”

‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং নিরাপত্তার স্বার্থে’ এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান তিনি।  

“নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযান অব্যাহত থাকবে।”

ক্যাম্পাসে অবস্থানকারীদের সার্বক্ষণিক পরিচয়পত্র সঙ্গে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সহকারী প্রক্টর লিটন মিত্র।