ফেইসবুকে দেখে দোকানে অভিযান, সরকারি ওষুধ জব্দ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2019, 06:41 PM
Updated : 13 Feb 2019, 06:41 PM

বুধবার রাতে উপজেলার বাস স্ট্যান্ড সংলগ্ন মেখল রোডে ‘নিউ মেডিসিন হাউস’ নামে দোকানটিতে অভিযান চালিয়ে ওষুধগুলো জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যায় এক ব্যক্তি ফেইসবুকে হাটহাজারীর বিভিন্ন ফার্মেসিতে সরকারি বিনামূল্যে বিতরণের ওষুধ বিক্রির বিষয়টি আমাকে জানায়। 

“বিষয়টি জানতে পেরে রাত ৯টার দিকে ওই দোকানে গিয়ে ওষুধ বিক্রির হাতেনাতে প্রমাণ পেয়েছি।” 

দোকানটি অভিযান চালিয়ে সরকারি বিনামূল্যে বিতরণের ১১ ধরনের ওষুধ, চার ধরনের জন্মবিরতিকরণ পিল ও সরঞ্জামের পাশাপাশি বেশকিছু নিষিদ্ধ যৌন উত্তেজক ও বিদেশি ওষুধ জব্দ করা হয় বলেও জানান ইউএনও রুহুল আমিন।

জব্দ করা ওষুধের পরিমাণ ১১ হাজারের বেশি বলে জানিয়ে তিনি বলেন, “দোকানে অভিযানের সময় দুই কর্মচারীই শুধু ছিল। আমরা মালিককে না পেয়ে দোকানটি সিলগালা করে দিয়েছি।”