সীতাকুণ্ডে রাস্তা থেকে বোমা উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে পরিত্যক্ত অবস্থায় একটি বোমা উদ্ধার করে নিস্ক্রিয় করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2019, 12:04 PM
Updated : 13 Feb 2019, 12:04 PM

বুধবার সীতাকুণ্ড উপজেলার ভোলাগিরা এলাকা থেকে বোমাটি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম কাউন্টার টেরোরিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের প্রধান রাজেশ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোটা কাগজের পাইপের ভেতরে দুইপাশে বারুদ, সাউন্ড ডিভাইস, ব্যাটারি, সার্কিট ও লাইট ছিল।

“এটিতে মানুষকে জখম করার মতো কোনো ধাতব না থাকলেও সেটি বিস্ফোরিত হয়ে আতঙ্ক সৃষ্টি করার মতো বস্তু ছিল।”

তিনি জানান, সীতাকুণ্ড রেল স্টেশন থেকে ভোলাগিরি আশ্রম যাওয়ার সরু গলিতে বোমাটি রাখা ছিল। ওই রাস্তায় বেশ কিছু বসত ঘর আছে। স্থানীয় লোকজন সেটি দেখতে পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশকে জানায়।

“তাদের কাছ থেকে সংবাদ পেয়ে আমরা সেটি নিষ্ক্রিয় করি। বোমাটিতে সময় নির্ধারণ করা ছিল। সার্কিটে ত্রুটি থাকায় সেটি বিস্ফোরিত হয়নি।”  

মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে সেটি রাখা হয়েছিল বলে ধারণ পুলিশ কর্মকর্তা রাজেশের।

তিনি জানান, প্রায় ছয় ইঞ্চি লম্বা একটি কাগজের রোলের সাথে ইলেক্ট্রিক টেপ, তার মুড়িয়ে লাইট লাগানো ছিল বোমাটিতে।।