
চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচনে ভোটগ্রহণ
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Feb 2019 01:05 PM BdST Updated: 10 Feb 2019 05:51 PM BdST
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে।
রোববার সকাল ৯টায় আদালত ভবন এলাকায় সমিতির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়; তা চলে বিকাল ৫টা পর্যন্ত।
সমিতির ১৯টি পদের বিপরীতে চারটি প্যানেলের মোট ৪৭ জন প্রার্থী এবার ভোটে লড়েছেন। এবার ভোটার সংখ্যা তিন হাজার ৪২৬ জন।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম চৌধুরী দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে ভোটগ্রহণ চলছে। কোনো সমস্যা নেই। ভোটাররা সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন।”
নির্বাচনে ১৯টি পদের সব কটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ সমর্থকদের প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি-জামায়াত সমর্থকদের প্যানেল আইনজীবী ঐক্য পরিষদ।
এছাড়া অন্য দুটি প্যানেল হল সমমনা আইনজীবী সংসদ এবং বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি।
সভাপতি পদে প্রার্থীরা হলেন- সমন্বয় পরিষদের সৈয়দ মোক্তার আহমেদ, ঐক্য পরিষদের বদরুল আনোয়ার ও সমমনা সংসদের চন্দন দাশ।
সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন- সমন্বয় পরিষদের আইয়ুব খান, ঐক্য পরিষদের কাশেম চৌধুরী, সমমনা সংসদের তৌহিদুল ইসলাম চৌধুরী টিপু এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির জহির উদ্দীন মাহমুদ।
সাধারণ সম্পাদক প্রার্থী জহির উদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভালোভাবেই ভোট হচ্ছে। ভোটার উপস্থিতিও ভালো। সবাই উৎসবের পরিবেশে ভোটে অংশ নিচ্ছেন।”
১৮৯৩ সালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি প্রতিষ্ঠিত হয়। এক বছর মেয়াদে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- রঙতুলিতে শহীদ মিনার আঁকলো সুবিধাবঞ্চিত শিশুরা
- রাউজানের রাস্তায় হাত-পা বাঁধা নারীর লাশ
- ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে চট্টগ্রাম
- ২১ ফেব্রুয়ারি নিয়ে চট্টগ্রামের দুই কলেজের যত আয়োজন
- চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ আহত আসলাম পুলিশের টাকা ছিনতাইয়ের আসামি
- ২১ ফেব্রুয়ারি যান চলাচল বিষয়ে সিএমপির নির্দেশনা
সর্বাধিক পঠিত
- পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে নিহত অন্তত ৭০
- শিক্ষা পেয়েছি, ব্যবস্থা হবে: ওবায়দুল কাদের
- গেইলকে ছাপিয়ে নায়ক রয়-রুট
- খুনে ব্যাটিংয়ে উইন্ডিজের ছক্কার রেকর্ড
- টেস্ট দলে সৌম্য
- ছক্কার রেকর্ডে আফ্রিদিকে ছাড়িয়ে চূড়ায় গেইল
- দুই ডিফেন্ডারের গোলে ইউভেন্তুসকে হারাল আতলেতিকো
- চকবাজারে অগ্নিকাণ্ড: উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা
- আবারও ‘ওয়েক আপ কল’?
- শামীমা বাংলাদেশের নাগরিক নন: পররাষ্ট্র মন্ত্রণালয়