প্রথম ধাপে কর্ণফুলির পাড়ের ১০ একর জমি উদ্ধার

চট্টগ্রামের কণর্ফুলী নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রথম পর্যায়ে পাঁচ দিনে ১০ একর জমি উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ সময় গুঁড়িয়ে দেওয়া হয়েছে দুই শতাধিক স্থাপনা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2019, 12:50 PM
Updated : 9 Feb 2019, 12:50 PM

শুক্রবার পঞ্চম দিনেও অভিযান পরিচালনা করে পতেঙ্গা ভূমি অফিসের সহকারী কমিশনার তাহমিলুর রহমান ও নিবার্হী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

তাহমিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সোমবার থেকে শুরু হওয়া অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের প্রথম পর্যায় শুক্রবার শেষ হয়েছে।

সদরঘাট থেকে বারিক বিল্ডিং এলাকা পযর্ন্ত নদী তীরের ২৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আর উচ্ছেদ করা জমির পরিমাণ প্রায় ১০ একর।

উচ্চ আদালতের নির্দেশে গত সোমবার নদীর দুই তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে সদরঘাট জেটিঘাট এলাকায় অভিযান শুরু করে প্রশাসন।

শনিবার উচ্ছেদ করা এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন আবর্জনা অপসারণের কাজ করে।