চট্টগ্রামে স্কুলছাত্র অপহরণের ঘটনায় গ্রেপ্তার ২

চট্টগ্রাম মহানগরীতে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে অপহরণের ঘটনায় তার বাড়ির গাড়ি চালকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2019, 07:12 PM
Updated : 8 Feb 2019, 07:12 PM

কোতোয়ালি থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে নগরীর সিনেমা প্যালেস ও লালদীঘি পাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন হলেন- প্রাইভেট কার চালক সাইফুল ইসলাম স্বপন (৩০) ও তার সহযোগী মোহাম্মদ আলমগীর (২৫)।

শুক্রবার মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান।

গত ২৪ জানুয়ারি চট্টগ্রামের সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করে তার বাবার কাছ থেকে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ওইদিনই নগরীর ঘাট ফরহাদবেগ এলাকা থেকে ছেলেটিকে উদ্ধার করে পুলিশ। 

পরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামি সাইফুল ইসলাম অপহৃত শিশুটির পরিবারের গাড়ি চালাতেন। আলমগীরের সঙ্গে পরিকল্পনা করে তিনি অর্থের জন্য শিশুটিকে অপহরণ করেন।

“সাইফুল কৌশলে আলমগীরকে দিয়ে স্কুল থেকে শিশুটিকে অপহরণ করায় এবং পরে মুক্তিপণের টাকা দাবি করে। নিজের সংশ্লিষ্টতা আড়াল করতে শিশুটিকে উদ্ধারের চেষ্টার সময় তার বাবার সঙ্গে থানাতেও গিয়েছিল সে।”

অপহরণের ওই ঘটনায় আরও তিনজন জড়িত জানিয়ে কামরুজ্জামান বলেন, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।