চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে শ্রমিক বিক্ষোভ

বেতন কম দেওয়ার অভিযোগ তুলে চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডের একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2019, 03:52 PM
Updated : 6 Feb 2019, 03:53 PM

শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক উত্তম কুমার পাল জানান, ইয়ংওয়ান গ্রুপের মালিকানাধীন কর্ণফুলী শু কারখানার শ্রমিকরা বুধবার দুপুর থেকে কাজ বন্ধ রেখে বিকাল পর্যন্ত বিক্ষোভ করে।

“তারা বলছে, ডিসেম্বর মাসের কাজের জন্য তাদের যে বেতন দেওয়া হয়েছে তা সরকার নির্ধারিত নতুন কাঠামো অনুযায়ী হয়নি। পরে পুলিশের মধ্যস্থতায় তারা বিক্ষোভ থামিয়ে সরে গেছে।”

শিল্প পুলিশের এ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকালে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে মালিকপক্ষের বৈঠক হবে। সেখানে শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা হবে।

শ্রমিকদের দাবির বিষয়ে জানতে চাইলে কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গার্মেন্ট শ্রমিকদের জন্য সরকারের নির্ধারিত নতুন কাঠামোতে বেতনের দাবিতে কর্ণফুলী শুর শ্রমিকরা বিক্ষোভ করেছে। কিন্তু এখানে বেতন দেওয়া হয় বেপজা নির্ধারিত বেতন কাঠামো অনুসারে। ইপিজেডের বাইরে শ্রমিকদের বেতন কাঠামো ভিন্ন।”

বিষয়টি নিয়ে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৃহস্পতিবার আলোচনা হবে বলে জানান তিনি।