চট্টগ্রামে ভিসা সেন্টার করছে ফিলিপিন্স

চট্টগ্রামে চালু হতে যাচ্ছে ফিলিপিন্সের ভিসা সেন্টার।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2019, 11:32 AM
Updated : 6 Feb 2019, 11:32 AM

বুধবার দুপুরে নগরীর আগ্রাবাদে মেট্রোপলিটন চেম্বারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় আগ্রাবাদ হোটেলেই এক অনুষ্ঠানে ভিসা সেন্টারটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

ঢাকায় ফিলিপিন্সের রাষ্ট্রদূত ভিসেন্তে ভিভেনসিও টি বানদিল্লো এবং চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

ভিসা সেন্টারটির কার্যক্রম পরিচালিত হবে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার পাম ভিউ ভবনের দ্বিতীয় তলায়।

সংবাদ সম্মেলনে ঢাকার ফিলিপিন্স দূতাবাসের ভিসা কর্মকর্তা বার্লিন এ তলোসা বলেন, প্রতি বছর দুই থেকে তিন হাজার মানুষ বাংলাদেশ থেকে ফিলিপিন্স যায়। এই সংখ্যা আরও বাড়ছে।

“চট্টগ্রাম থেকে অনেকে ভিসার জন্য আবেদন করেন। তাই আমরা এখানে ভিসা সেন্টার চালুর সিদ্ধান্ত নিয়েছি।”

ফিলিপিন্স বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপপুঞ্জ। পশ্চিম প্রশান্ত মহাসাগরের ৭৬৪১টি দ্বীপ নিয়ে দেশটি গঠিত।

সংবাদ সম্মেলনে ফিলিপিন্সের অনারারি কনসাল এম এ আউয়াল বলেন, চট্টগ্রামবাসীর সুবিধার জন্য এই ভিসা সেন্টারটি করা হচ্ছে।

তিনি বলেন, “ভারত ছাড়া কোনো দেশ চট্টগ্রামে ভিসা প্রদান করে না। অন্য দেশের ভিসা পেতে হলে চট্টগ্রামের মানুষকে ঢাকায় গিয়ে মূল্যবান সময় ও অর্থ ব্যয় করতে হয়।

“বেশ কিছুদিন চেষ্টা করে চট্টগ্রাম থেকে ফিলিপাইনের ভিসা দেওয়ার প্রক্রিয়া চালুর ব্যাপারে সফল হয়েছি। আবেদনের পর ফিলিপাইনের ভিসা পেতে সময় লাগবে ১০ কার্যদিবস।”

চট্টগ্রাম ভিসা সেন্টারে পর্যটক, ব্যবসায়ী, সমুদ্রগামী নাবিক এবং সভা-সেমিনারে যোগদানকারীরা ভিসার জন্য আবেদন করতে পারবেন।

আউয়াল বলেন, আবেদনকারী তার আবেদন জমা দিয়ে নিজের পাসপোর্টটি নিয়ে যেতে পারবেন। পরে ভিসা প্রস্তুত হলে পাসপোর্ট নিয়ে এসে ভিসা নিতে পারবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফিলিপিন্সের অনারারি কনসাল চট্টগ্রামের প্রধান নির্বাহী শেখ হাবিবুর রহমান এবং বাংলাদেশ ইপিজেড ইনভেস্টর এসোসিয়েশনের (বেপজিয়া) সাধারণ সম্পাদক আজিজুল বারী চৌধুরী জিন্নাহ।