চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিনের গুদাম সিলগালা

চট্টগ্রামে অভিযানে গিয়ে একটি গুদাম থেকে ৫০০ কেজি পলিথিন জব্দ করে সেটি সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2019, 12:39 PM
Updated : 4 Feb 2019, 12:39 PM

রোববার হালিশহর ও মধ্যম হালিশহর এলাকায় এ অভিযান পরিচালনা করে অধিদপ্তরের এনফোর্সমেন্ট দল।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,অভিযানে মধ্যম হালিশহর এলাকায় মিজানুর রহমান নামে এক ব্যক্তির মালিকাধীন গোডাউন থেকে ৫০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ (ক) ধারা লঙ্ঘন করায় গোডাউনটি সিলগালা করে আগামী ৭ ফেব্রুয়ারি মালিককে পরিবেশ অধিদপ্তরে শুনানির জন্য হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) গত বছরের তথ্য অনুযায়ী সারাদেশে নিষিদ্ধ পলিথিন তৈরির প্রায় এক হাজার ২০০ কারখানা রয়েছে।

নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও টিস্যু ব্যাগের উৎপাদন ও বাজারজাতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়ে আসছে সংগঠনটি।

এসব পলিথিন ব্যাগ একবার ব্যবহার করেই ফেলে দেওয়া হয়।

এরফলে ড্রেন, নালা-নর্দমা, খাল, ডোবা ভরাট হয়ে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার প্রকোপ বাড়িয়ে দিচ্ছে বলে উদ্বেগ জানিয়ে আসছে পরিবেশবাদীরা।

প্লাস্টিককে বিশ্বব্যাপী সমস্যা উল্লেখ করে  পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার কমিয়ে বিকল্প হিসেবে পাটের তৈরি ‘সোনালী ব্যাগ’ ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাটের পচনশীল পলিমার থেকে বিকল্প পলিথিন উদ্ভাবন করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। এই সোনালী ব্যাগ পরিবেশ দূষণ করবে না।