চট্টগ্রামে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2019, 04:28 AM
Updated : 3 Feb 2019, 08:44 AM

রোববার সকালে পটিয়া উজেলার ভাইয়ার দিঘীর পাড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ পটিয়া ফাঁড়ির সার্জেন্ট এবিএম মিজানুর রহমান ।

নিহতরা হলেন- সাতকানিয়ার পুরাণগড়ের বাসিন্দা মাইক্রোবাস চালক মো. সাকিব (২২), চালকের সহকারী বান্দরবানের বালাঘাটার বাসিন্দা নাজিম উদ্দিন (১৮), যাত্রী লোহাগাড়ার পদুয়ার বাসিন্দা মো. শাহাজাহান (৫০) ও আনোয়ার হোসেন (৪৮)।

মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পটিয়া ফায়ার স্টেশনের অফিসার সৌমেন বড়ুয়া ঘটনাস্থল থেকে জানান, সংঘর্ষের পর মাইক্রোবাসটি রাস্তার ঢালে একটি গাছ ও বাসের মাঝখানে আটকে যায়।

আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মাইক্রোবাসের চালক সাকিবের মৃত্যু হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান।

তিনি বলেন, আহত আরও ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।