চট্টগ্রামে ইয়াবার চালান আটক, গ্রেপ্তার ৩

কক্সবাজার থেকে ট্রাকে করে ইয়াবার চালান আনার সময় চট্টগ্রামে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2019, 08:04 AM
Updated : 21 Jan 2019, 08:04 AM

রোববার রাতে নগরীর বন্দর থানার নিমতলা বিশ্বরোড থেকে ১৮ হাজার ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান জানান।

গ্রেপ্তার তিনজন হলেন- মো. মোজাম্মেল (৩০), আব্দুর রহিম (৪০) ও নুরুল ইসলাম (২৮)। তারা তিনজনই কক্সবাজার জেলার উখিয়া থানার বাসিন্দা।

র‌্যাব কর্মকর্তা মাশকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নিমতলা বিশ্বরোড এলাকায় র‌্যাবের চেকপোস্ট বসানো হয়।

“তল্লাশি চালানোর সময় টেকনাফ থেকে ঢাকামুখী ওই ট্রাককে থামার সংকেত দিলে তারা গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়।”

ট্রাকে তল্লাশি চালিয়ে ভেতরে লুকানো অবস্থায় ১৮ হাজার ২২৫টি ইয়াবা পাওয়া যায় বলে র‌্যাব কর্মকর্তা মো. মাশকুর রহমান জানান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, “তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করে আসছিল তারা।”

উদ্ধার করা ইয়াবার দাম আনুমানিক ৯১ লাখ ১২ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।