চট্টগ্রামে হিযবুত সন্দেহে কিশোর গ্রেপ্তার

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2019, 09:23 AM
Updated : 15 Jan 2019, 09:24 AM

নগরীর রুমঘাটা এলাকা থেকে সোমবার গ্রেপ্তার ওই কিশোরের এ বছর চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা।

কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক আফতাব হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত কিছুদিনে নগরীর বিভিন্ন স্থানে ‘সরকারবিরোধী’ বেশ কিছু পোস্টার লাগানো হয় হিযবুত তাহরীরের নামে। গ্রেপ্তার কিশোর ওই কাজে জড়িত ছিল।

“গত ৭ জানুয়ারি সাবকাত নামে হিযবুত তাহরীরের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। সে ছিল এই স্কুলছাত্রের প্রাইভেট টিউটর। তার মাধ্যমেই ছেলেটি হিযবুত তাহরীরে সম্পৃক্ত হয়।”

ওই কিশোরের বাবা ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত। নগরীর মাছুয়া ঝর্ণা লেইনে তাদের বাসা।

গ্রেপ্তার কিশোর পুলিশকে বলেছে, গতবছর তার এসএসসি দেওয়ার কথা থাকলেও সে নেয়নি।