ভোটের আগের রাতে পটিয়ায় যুবলীগকর্মীকে খুন

একাদশ সংসদ নির্বাচনের আগের রাতে চট্টগ্রামের পটিয়ায় হামলা চালিয়ে যুবলীগের এক কর্মীকে হত্যা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2018, 05:11 PM
Updated : 29 Dec 2018, 05:22 PM

বিএনপিকর্মীদের হামলায় সরকার সমর্থক ওই যুবক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নিহতের নাম দ্বীন মোহাম্মদ (৩৫)। তিনি কুসুমপুরা ইউনিয়নের গুরনখাইন এলাকায় তার বাড়ি।

একাদশ সংসদ নির্বাচনে রোববার সারাদেশে ভোটগ্রহণ হবে। তার আগে শনিবার রাতে পটিয়ায় এই হত্যাকাণ্ড ঘটল।

পটিয়া থানার ওসি নিয়ামত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুরনখাইন এলাকায় রাত ১০টার দিকে বিএনপি প্রার্থীর সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে যুবলীগকর্মী দ্বীন মোহাম্মদকে হত্যা করে। ইটের আঘাতে তাকে হত্যা করা হয়।”

চট্টগ্রাম- ১২ (পটিয়া) আসনে বিএনপির প্রার্থী ব্যবসায়ী এনামুল হক এনাম। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।

দ্বীন মোহাম্মদকে মৃত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

তার ভাতিজা সাইফুর রহমান মামুন হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোটের আগের রাতে আমাদের একটি বৈঠক ছিল। বৈঠক থেকে ফেরার পথে ফকিরা মসজিদ বাজার এলাকায় পেছন দিক থেকে বিএনপিকর্মীরা আমাদের উপর হামলা চালায়। তারা ধারাল অস্ত্র দিয়ে ও ইট-পাথর দিয়ে আঘাত করে।”

স্থানীয় বিএনপিকর্মী রফিক, আরিফ ও আনিসের নেতৃত্বে এই হামলা হয় বলে মামুনের অভিযোগ।

এই বিষয়ে ধানের শীষের প্রার্থী এনাম কিংবা বিএনপি নেতাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

একাদশ সংসদ নির্বাচন বানচালে বিএনপি-জামায়াত জোট সারাদেশে নাশকতার পরিকল্পনা করছে বলে আওয়ামী লীগ দাবি করে আসার মধ্যে পটিয়ার ঘটনা ঘটল।

নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি জোট দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ছয়জনকে হত্যা করেছে বলে ক্ষমতাসীনদের দাবি।

অন্যদিকে হামলা-মামলার অভিযোগ জানিয়ে আসা বিএনপির দাবি, এই সময়ে তাদের চারজনকে হত্যা করেছে সরকার সমর্থকরা।