কুরিয়ারে ইয়াবা পাঠিয়ে গ্রহণের সময় ৩ জন ধরা

চট্টগ্রাম থেকে ইয়াবা পাঠিয়ে ঢাকায় গ্রহণ করার সময় গ্রেপ্তার হয়েছে তিনজন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2018, 01:29 PM
Updated : 25 Dec 2018, 01:29 PM

চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশের একটি দল টানা অভিযান চালিয়ে এস এ পরিবহনের ঢাকার কাকরাইল কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার তিনজন হলেন- সাখাওয়াত হোসেন রবিন (২৬), জাহিদুল ইসলাম শিবলু (২৬) ও আব্দুল কাদের আল মাঈনুদ্দীন ওরফে রাজু (৩৫)।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া এসএ পরিবহন কার্যালয় থেকে ‘সাব-মার্সিবল পাইপের ভেতরে করে’ ইয়াবা পাচার হয়েছে এমন একটি সংবাদের ভিত্তিতে তারা কাকরাইলে অভিযানে যায়।

“সোমবার রাতে ইয়াবাগুলো সংগ্রহ করতে আসার পর রবিন ও শিবলুকে আটক করা হয়। পরে সাব-মার্সিবল পাইপটি থেকে সাড়ে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।”

পুলিশ কর্মকর্তা জহির জানান, পাইপটি কক্সবাজার থেকে চট্টগ্রামে পাঠানো হয়েছিল। গত ২০ ডিসেম্বর রবিন তা গ্রহণ করে পরদিন তা ঢাকার পাঠিয়ে দেন।

“পাইপটি পার্সেল করার পর বাসে চেপে রবিন ঢাকায় চলে যায়। সোমবার রাতে কাকরাইল শাখা থেকে সেটি গ্রহণের সময় তাকে আটক করে। এসময় তার কাছ থেকে কুরিয়ার সার্ভিসে দেওয়া প্রাপক ও প্রেরকের দুইটি সিম ও রশিদ উদ্ধার করা হয়।”

রবিন ও শিবলুকে গ্রেপ্তারের পর মঙ্গলবার চট্টগ্রামে অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করা হয় বলেও জানান পরিদর্শক জহির।