চট্টগ্রামে বিমানযাত্রীর ব্যাগ থেকে ২ কেজি সোনা উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে দুই কেজি সোনা পেয়েছে শুল্ক কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2018, 01:59 PM
Updated : 18 Dec 2018, 01:59 PM

মঙ্গলবার শাহ আমানতে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ ওই সোনা জব্দের পাশাপাশি যাত্রী হাফেজ মোহাম্মদ খায়রুল বাশারকেও আটক করে।

ব্যাগের ভেতরে বিভিন্ন পণ্যের মধ্যে এই সোনা লুকিয়ে রাখা হয়েছিল।

চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “গত শনিবার এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রাম আসেন যাত্রী খায়রুল বাশার। কিন্তু তার দুইটি ব্যাগেজ ওইদিন আসেনি।

“পরে আসা লাগেজ দুইটি মঙ্গলবার আনতে বিমানবন্দরে গেলে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ তাতে সোনা আছে কি না, জানতে চাইলে সে অস্বীকার করে। পরে তল্লাশি করে লাগেজে সোনা পাওয়া যায়।”

মাহবুবুর রহমান জানান,  “লাগেজের ভেতরে থাকা নেবুলাইজার মেশিন, সালাদ কাটার মেশিনের মোটরে বিশেষ কায়দায় রাখা সিলভার প্রলেপযুক্ত এক হাজার ৭৭৫ গ্রাম এবং খেলনার ভেতর থেকে ৩৪৫ গ্রাম সোনা উদ্ধার করা হয়।”

উদ্ধার করা দুই কেজি ১২০ গ্রাম সোনার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানান তিনি।

আটক খায়রুলকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।