পার্বত্য চট্টগ্রামকে উন্নত অঞ্চল করা হবে: শেখ হাসিনা

পার্বত্য চট্টগ্রামকে উন্নত অঞ্চল হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে একাদশ সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2018, 12:40 PM
Updated : 18 Dec 2018, 12:41 PM

মঙ্গলবার বিকালে ধানমন্ডির সুধাসদন থেকে ভিডিও কনফান্সের মাধ্যমে বান্দরবানে গণসংযোগ করেন শেখ হাসিনা। 

ভিডিও কনফারেন্সে অপর প্রান্তে বান্দরবানে নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈ সিংসহ স্থানীয় আওয়ামী লীগ ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। 

শেখ হাসিনা বলেন, “পার্বত্য চট্টগ্রামকে একটা উন্নত অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাই।”

তিনি বলেন, “নৌকায় ভোট দিয়ে জনগণ স্বাধীনতা পেয়েছে, বাংলায় কথা বলার অধিকার পেয়েছে। নৌকায় ভোট দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, দেশের উন্নয়ন হয়।”

ভিডিও কনফারেন্সে শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। 

কনফারেন্স চলার মধ্যে বান্দরবানের দুইজন তরুণ নৌকায় ভোট দেবেন জানিয়ে নৌকার পক্ষে স্লোগান দেন। 

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “তরুণদের মেধার বিকাশ ঘটিয়ে দেশকে এগিয়ে নিতে চাই। দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে চাই।”

শুরুতে প্রার্থী বীর বাহাদুর শেখ হাসিনার উদ্দেশে বলেন, “জানুয়ারিতে আপনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। পার্বত্য অঞ্চলে বর্তমান সরকার যে উন্নয়ন করেছে, সেজন্য এই অঞ্চলের মানুষ কৃতজ্ঞ।”

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার ‘বিকল্প নেই’ বলেও মন্তব্য করেন তিনি।