শাহ আমানতে ৪ কেজি সোনা নিয়ে ধরা দুবাইফেরত যাত্রী

চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর বিভিন্ন মালামাল তল্লাশী করে সোয়া চার কেজি সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2018, 12:39 PM
Updated : 16 Dec 2018, 12:39 PM

রোববার বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমানের যাত্রী শওকত আকবরের লাগেজের বিভিন্ন মালামাল ও মোবাইলের ভেতরে বিশেষ কায়দায় আনা চার কেজি ২৫৬ গ্রাম সোনা উদ্ধার করা হয়।

এসব সোনার আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা বলে জানান বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাইটের যাত্রী শওকতের ব্যাগেজ স্ক্যান করে ব্যাগে ফুট ম্যাসেজার ও ব্লেন্ডারের মোটরের ভেতরে বিশেষ কায়দায় রুপালী প্রলেপ দেওয়া সোনার পাত এবং খেলনা পিয়ানো ও ডিভিডি প্লেয়ারের ভেতর থেকে সোনা উদ্ধার করা হয়।

এছাড়া তার মোবাইল ফোনের ভেতরে একটি সোনার বারও পাওয়া যায় বলে জানান তিনি।

এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা হয়েছে।