চট্টগ্রামে ছাত্রদল নেতাকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ

চট্টগ্রামে ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে, যিনি ছাত্রদলের রাজনীতি করতেন বলে স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2018, 10:02 AM
Updated : 16 Dec 2018, 10:11 AM
বিএনপি নেতাদের অভিযোগ, পুলিশের অভিযানে একটি ভবনের ছাদে আশ্রয় নেওয়া মো. রাসেল (২৭) নামের ওই যুবককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। 

রোববার ভোর রাতে ইপিজেড থানার মাইলের মাথা এলাকায় ওই ঘটনায় নিহত রাসেল নগরীর ব্যারিস্টার সুলতান আহমদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ছিলেন বলে নগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ জানিয়েছেন।

স্থানীয়দের বরাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে স্থানীয় এক সোর্সকে নিয়ে পুলিশ রাসেলকে ধরতে তার বাসায় যায়। ওই সে পাশের একটি পাঁচতলা ভবনের ছাদে আশ্রয় নিয়েছিল।

“পরে ভবনের ছাদ থেকে রাসেলকে ধরে ওই পুলিশ সোর্স ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে স্থানীয়রা আমাদের জানিয়েছে।”  

তবে ইপিজেড থানার ওসি মীর নুরুল হুদা বলেন, “ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়ছে বলে হাসপাতাল থেকে আমাদের জানানো হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ অস্বীকার করে ওসি বলেন, “ওই এলাকায় রাতে পুলিশ কোনো অভিযান চালায়নি। আর সাদা পোশাকেও পুলিশ কোনো অভিযানে যায়নি।”